অনলাইন ডেস্ক | রবিবার, ০৫ জুন ২০১৬ | পড়া হয়েছে 1206 বার
দক্ষিণ আফ্রিকায় হামলা চালাতে পারে আইএস। শনিবার এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে আইএস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে আইএস।
স্থানীয় দূতাবাসের এক ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার যেসব স্থানে মার্কিন নাগরিকরা সমবেত হয় সেসব স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছে আইএস। মার্কিন সরকারের এ সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে পেরেছে। জঙ্গিরা শপিংমল, বড় মার্কেট এবং কেপ টাউনে হামলার পরিকল্পনা করছে।
এ ধরনের তথ্য প্রকাশ হওয়ার পরপরই সতর্ক হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর জঙ্গিদের দমাতে দক্ষিণ আফ্রিকাকে সব ধরনের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো দক্ষিণ আফ্রিকা এবং তাদের নিজেদের নাগরিকদের সুরক্ষিত রাখতে যথেষ্ট সক্ষম।