ডেস্ক রিপোর্ট | বুধবার, ৩০ মে ২০১৮ | পড়া হয়েছে 610 বার
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হলো নবীনগরের কৃতি সন্তান মো আলামিনুল হক আলামিন।
এর আগে সাবেক সফল এ ছাত্রনেতা ঢাকা মহানগর দ:ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য দায়িত্ব পালন করেন।বতর্মান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।
উল্লেখ্য, আলামিন দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সামাজিক,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত ও আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করতে প্রচারণা চালিয়ে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। আলামিনের বাড়ী নবীনগর উপজেলা রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে। তিনি একাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মনবাড়িয়া ৫ থেকে মনোনয়ন প্রত্যাশী।