ডেস্ক রিপোর্ট | শনিবার, ১২ মে ২০১৮ | পড়া হয়েছে 965 বার
জেলার আখাউড়া উপজেলায় বিভিন্ন কোম্পানীর ও মডেলের ব্যবহৃত ৫৯টি চোরাই মোবাইলফোনসহ চার যুবককে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার কর্মমঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-শরীফ (২৩, বিল্লাল (২০), লিটন (২২) ও শাহাদাৎ (২১)। তাদের বাড়ি আখাউড়া উপজেলায়। তারা চোরাই মোবাইল কেনা-বেচা করেন বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্মমঠ এলাকায় অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে এদের গ্রেফতারের খবর পেয়ে সম্প্রতি ঘটে যাওয়া নবীনগর পৌর শহরের নিউ মার্কেটের দুই দোকানে চুরির ঘটনায় এরা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদ জানান, মোবাইল সহ চার ব্যক্তি গ্রেফতারের খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্যেখ্য, গত ৮ মে দিবাগত ভোররাতে পৌর শহরের ডাকবাংলো সড়ক সম্মুখে নিউ মার্কেটের ইরা টেলিকম ও লিমন টেলিকম নামে দুইটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে দুই দোকানের আনুমানিক প্রায় বারো লাখ টাকার মালামাল চুরি হয়।