অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3473 বার
শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার আখাউড়া নতুন থানা ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। পরে দুপুর দুইটায় ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই নম্বর পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করবেন।
এরপর বিকেল তিনটার দিকে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। সম্মেলনটি সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।