হাফেজ জাকির হোসেন | শনিবার, ১৭ জুন ২০১৭ | পড়া হয়েছে 1684 বার
শুনতে, মধুর সে আজানের ধ্বনি
ডেকে দে আমার মা জননী!!!
মসজিদ হতে আওয়াজ আসে
এসো আমার কাছে,
গুনাহ হতে নাজাত পাবে
আল্লাহকে পাবে পাশে!!
আজানের সেই মধুরতায়
প্রিয় বান্দারা জাগে,,
মসজিদে গিয়ে সাড়া দেয়
আল্লাহতালার ডাকে!!
আজানের সেই অমৃত সুর
কানে যখন ভাসে
কোন নামাজী থাকতে পারে না
বেনামাজির পাশে!!