| রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1107 বার
পানির অপর নাম জীবন। পানি ছাড়া প্রাণের স্পন্দন থেমে যাবে।আসুন পানির অপচয় বন্ধ করি। স্বাভাবিক পানি প্রবাহ চালু রাখি। অপরিকল্পিত নদী-খাল-পুকুর ভরাট বন্ধ করি। বিশ্ব নদী দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।
১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি । এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে ।নদীমাতৃক বাংলাদেশে শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।রিভারাইন পিপল নামের একটি সংস্থা বাংলাদেশে ২০১০ সাল থেকে দিবসটি পাল শুরু করে ।
গ্রন্থনাঃ মোঃ নিয়াজুল হক কাজল
১/বাংলাপিডিয়া।২/ উইকিপিডিয়া।২/নদী থাকুক দখলমুক্ত,সমকাল প্রতিবেদন । ২৯শে সেপ্টেম্বর, ২০১৩।