ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 718 বার
প্রখ্যাত মরমি সঙ্গীত ‘মলয়া’ গানের রচয়িতা, আধ্যাত্মিক সাধক কবি, মহর্ষি মনোমোহন দত্তের ১৪০-তম জন্মোৎসব আগামি ২৪ জানুয়ারি।
এ উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও সর্বধর্ম অবতার শ্রীমৎ আনন্দ স্বামী মহারাজ এর একনিষ্ঠ শিষ্য মহর্ষি মনোমোহনের পূণ্যভূমি নবীনগর উপজেলা সাতমোড়া গ্রামের ‘আনন্দ আশ্রম’ (মহর্ষির সমাধিস্থল) প্রাঙ্গণে জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে ২৩ ও ২৪ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) দু’দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
তবে এবারও মূল অনুষ্ঠানটি হবে আজ ২৪ জানুয়ারি।
মহর্ষির এ জন্মোৎসবে দেশ বিদেশের হাজার হাজার ‘দয়াময়’ ভক্তের পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারও খ্যাতনামা কবি সাহিত্যিক, বরেণ্য শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবিগণ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজকের অনুষ্ঠানে ‘মনোমোহনের জীবন ও দর্শন’ এর উপর সারগর্ভ আলোচনা করবেন মনোমোহন গবেষক ও বিশিষ্ট পন্ডিতগণ। পরে সারাতব্যাপী ‘মলয়া’ গানের আসরে বাউল শিল্পীসহ দেশের বিশিষ্ট কন্ঠশিল্পীরা অংশ নেবেন।
এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দ আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি ডা. বিল্বভূষণ দত্ত ও সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ।