ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 1702 বার
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলর দের বৈষম্য মুলক অসম্মান জনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদ ও প্রস্তাবিত আট দফা দাবি আদায়ের লক্ষে স্থানীয় কাউন্সিলরগণ আজ দুপুরে পৌরসভা ভবনের গেইট সম্মুখে মানব বন্ধনের আয়োজন করেন।
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন এর সাথে একাত্মতা ঘোষণা করে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় কাউন্সিলরগণ আট দফা দাবী আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন।
স্থানীয় পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র কবির মিয়া, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম,আবু হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা আট হাজার (৮০০০) ধার্য করা হয়, যা কিনা অমানবিক ও অসম্মানজনক বলে অবহিত করেন। তারা বৈষম্যমুলক বিধায় সরকারের দিন বদলের আলোকে (ক) শ্রেণির কাউন্সিলরদের মাসিক ভাতা পচিশ হাজার (২৫০০০) করার দাবী সহ প্রস্তাবিত ৮ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান।
অন্যথায় আগামী ১৫ এপ্রিলের মধ্য দাবী আদায় না হলে তারা পৌরসভা বয়কট সহ কোন কাগজে স্বাক্ষর দিবেন না বলে জানান তারা।