ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 2361 বার
আধুনিক সমবায় সুপার মার্কেটের (৩য় তলা) ছাদে নামাজ পড়ার স্থান নির্ধারন করেছে মার্কেট কমিটি।ওই পরিবেশকে নামাজ পড়ার উপযোগী হিসেবে গড়ে তুলতে মসজিদের নির্মানকাজ শুরু করা হয়। মঙ্গলবার (২৩/৮) সকালে ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও সকল ব্যবসায়ীগন । এ সময় আরো উপস্থিত ছিলেন, নবীনগর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি- নুরুল ইসলাম সরকার, সচিব- সেলিম মিয়া। নবীনগর বাজার পারিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- রাশেদুল হক, উকত সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি- শামীম সরকার ও সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম রবিন, সমবায় ব্যবসায়ী কমিটির উপদেষ্টা- আব্দুল মান্নান সরকার, আব্দুর জাব্বার, ছাইদুর রহমান, আমানুর রহমান ও সহ-সভাপতি- আবু বক্কর, অর্থ সম্পাদক- আলমগীর হোসেন, মোঃ সেলিম মিয়া, প্রচার সম্পাদক- জুয়েল রানা, সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ খোকা, মুক্তার হোসেন সহ আরো অনেকেই।