অনলাইন ডেস্ক | বুধবার, ০১ জুন ২০১৬ | পড়া হয়েছে 842 বার
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বানিয়াস আল ওয়াথবা নামক স্থানে ৩০ মে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকার আসকর আলী রোডের দরবেশ আলী মুন্সি বাড়ির আনোয়ার মুন্সির ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৬টার দিকে আলমগীর হোসেন তাঁর কর্মস্থল আল ওয়াথবার উটের ওযাজবা থেকে বেনিয়াস আসার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেখ খলিফা হাসপাতাল মর্গে রাখা হয়। নিহত আলমগীর হোসেন গত চার বছর ধরে আবুধাবির আল ওয়াথবা উটের ওয়াজবায় কাজ করে আসছিলেন।