ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 884 বার
নবীনগর পৌর এলাকার আলমনগরে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪/৪) বিকালে আলমনগর উওর পাড়ায় এ কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আলমনগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্পেক্টর (তদন্ত) মোঃ রাজু আহমেদ।
সভায় বক্তারা মাদক,ইভটিজিং, বাল্য বিবাহ রোধ সহ আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামুলক বক্তব্য দেন।
এতে প্রধান আলোচক ছিলেন, স্থানীয় মাঈনুদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ আহমেদ হোসেন ফুল মিয়া। এছাড়াও বকব্য দেন, আলমনগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আল রোমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ওমর ফারুক প্রমুখ।