ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৭ জুন ২০১৯ | পড়া হয়েছে 327 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) সদস্যরা।
সোমবার (১৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক রফিউদ্দিন মো. যোবায়ের।
এর আগে রোববার (১৬ জুন) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের হাইওয়ে রেস্তোঁরা উজান ভাটির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর আলম জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার মৃত মঞ্জুর আলম মিয়ার ছেলে।
রফিউদ্দিন মো. যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আশুগঞ্জের হোটেল উজান ভাটির সামনে অভিযান চালায়। এসময় জাহাঙ্গীরকে সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।