দিপু আহমেদ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 9557 বার
নবীনগর উপজেলার জিনদপুর বাজারে গরু বিক্রির টাকা ছিনতাই হওয়ায় আহম্মদপুর গ্রামের আরব আলীর পরিবারে ঈদ আনন্দ নেই। গতকাল আরব আলী তার স্ত্রীকে নিয়ে ওই হাটে গরু বিক্রি করতে আসেন। একপর্যায়ে গরুটি ৩৭০০০ হাজার টাকা বিক্রয় করে হাট থেকে বের হতেই ভিড়ের চাপে পকেট কেটে ওই টাকা নিয়ে চম্পট দেয় চিনতাইকারী চক্র।
আরর আলী ও তার স্ত্রী জানায় এটা আমাদের অনেক কষ্টের গরু। এ টাকায় ঈদের কেনাকাটা করতাম। এবার ঈদের আনন্দ আমাদের ভাগ্যে জুটলনা। আল্লাহ সব দেখেছেন তিনি সব জানেন।