ইব্রাহীম খলিল | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 3541 বার
উপজেলার ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষক মিলনায়তনের জানালার গ্রীল ভেঙ্গে অজ্ঞাত চোর ভেতরে প্রবেশ করে অালমারির তালা ভেঙ্গে মাদ্রাসার নতুন ভবন নির্মাণের রক্ষিত ১ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
আজ সকালে অফিস কক্ষে অত্র মাদ্রসার শিক্ষক মাহাবুবুর রহমান ভুঁইয়া প্রবেশ করে আলমারির তালা ভাঙ্গা ও কাগজপত্র এলোমেলো দেখতে পেয়ে দপ্তরী আমিনুল ইসলাম (ফুল মিয়া)কে জানালে সে মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবীকে জানায়।
মাদ্রাসার অধ্যক্ষ তাৎক্ষনিক অফিসে উপস্থিত হয়ে মাদ্রাসা গভর্নিংবডিকে নিয়ে জরুরী সভার আয়োজন করেন। সভার সিদ্ধান্ত মোতাবেক তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার এসডিআর নং- ৯৮, তাং ০৩/০২/২০১৭। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই মোঃ হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন।