ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৫ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1045 বার
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নবীনগরেও খুতবা পাঠ করা হয়। শুক্রবার(১৫/৭) জুম্মা নামাজে নবীনগর কেন্দ্রীর এস আর জামে মসজিদ সহ উপজেলার গ্রাম মহল্লার মসজিদ্গুলোতে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো খুতবা পাঠ করা হয়। খুতবা পাঠের আগে সবকটি মসজিদের ইমামগন জংগিবাদ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতামুলক কর্মকান্ডে অন্যকে উৎসাহিত করা ইসলাম সমর্থন করেনা। ইমামগন মুসুল্লিদের উদ্দ্যেশে বলেন, ইসলাম শান্তির ধর্ম, শান্তির পক্ষে সবাইকে স্ব-স্ব অবস্থান নিতে হবে।
খুতবা বাংলা অনুবাদ – হে মসুলমানগণ! একজন মানুষ সে যাই হোক না কেন- তার জন্য পৃথিবীকে নিরাপদ জীবন ধারণের অধিকার স্বীকৃত। সে মুমিন হোক কিংবা কাফির হোক কিংবা ফাসেক হোক। অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করা কিংবা তার সম্পদ গ্রাস করা কিংবা তাকে অপমানিত করা হারাম। কুরআন বলেছে, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছে
ন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না এবং আরও এরশাদ হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। মহানবী (সাঃ) বলেন, সর্বোচ্চ কবিরা গোনাহ হল মানুষ খুন করা। এখানে মুসলিম অমুসলিম পার্থক্য করা হয়নি। আপনারা আপনাদের সন্তান-সন্ততির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদেরকে সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদেরকে পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে। আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে সকল সন্ত্রাসী কার্যক্রম থেকে বেঁচে থাকতে, হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন এবং একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।