ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৩ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 4140 বার
নবীনগর ইসলামী ব্যাংক স্থানীয় শাখায় টাকা জমা দিতে গিয়ে বুধবার (০৯/১১) বেলা ১০ টার দিকে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার(৬৫)টাকা জমা দিতে এসে প্রতারনার স্বীকার হন। এ ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার ও ব্যাংক কর্তৃপক্ষ নবীনগর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
উক্ত শাখা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্লোজ সার্কিট (সিসি)ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ প্রকাশ করলে পর দেখা গেছে, ওইদিন বেলা ১০টা ৫২ মিনিটে মধ্য বয়সী এক যুবক বয়স্ক আবুল বাসারের (ভুক্তভোগী) টাকা জমাদানের কাগজে লেখালেখির কাজে সহযোগীতা করছে। সে সময়ে আবুল বাশার ওই যুবকের হাতে টাকার বান্ডেল দেয়ার পর তাকে একটি কাগজ দিয়ে আনুমানিক দশ ফুট দুরে টেবিলে বসা এক কর্মকর্তার কাছ থেকে স্বাক্ষর আনতে বলা হলে তিনি সেখানে যান। এ সুযোগে প্রতারক ব্যক্তি টাকার বান্ডেল নিয়ে সুকৌশলে ওই স্থান ত্যাগ করে।
ধারনকৃত ওই ফুটেজ চিত্রে দেখা গেছে, ফুল হাত শার্ট পরা আনুমানিক ত্রিশোর্ধ এক ব্যক্তি আবুল বাশারের পাশে থেকে সহযোগিতা করার উদ্যেশে টেবিলের উপরে কাগজ রেখে লিখতে সাহায্য করছেন। এক সময় টাকা হাতে নেয়ার পর বৃদ্ধলোকটিকে ইশারায় পাশের টেবিলের এক কর্মকর্তার কাছে পাঠিয়ে সুযোগ বুঝে সে সটকে পরে।
এ বিষয়ে জানতে চাইলে উক্ত শাখার ব্যবস্থাপক মাহমুদুল হক চৌধুরী জানান, ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ সংরক্ষন করি। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে আইনি সহায়তা পেতে থানা বরাবর লিখিত সাধারন ডায়েরি করা হয়েছে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, এ ঘটনায় গ্রাহক আবুল বাসার ও ব্যাংক শাখা কর্তৃপক্ষের দেয়া অভিযোগ পেয়েছি। এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।