ডেস্ক রিপোর্ট | শনিবার, ১১ জুন ২০১৬ | পড়া হয়েছে 1896 বার
নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে শিবপুর ফাঁড়ি পুলিশ ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত করম আলীর ছেলে নোমালক মিয়া নোমান (৩২) ও কাজলিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে মনির হোসেন প্রঃ শাহিন (৩৫)।
শিবপুর ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে গতকাল(১০/৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আসামীদ্বয়কে মাদক মামলায় আজ কোর্টে পাঠানো হয়েছে।