দিপু আহমেদ (লাউর ফতেহপুর প্রতিনিধি) | মঙ্গলবার, ২১ জুন ২০১৬ | পড়া হয়েছে 3779 বার
নবীনগরে আলোচিত লাখ টাকার ফুটবল খেলা ঈদের পর থেকেই শুরু হচ্ছে । প্রতিবারের মত লাউর ফতেহপুর হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। এতে আটটি দল অংশ নেবে বলে আয়োজক সুত্রে জানায়। নবীনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ খেলার বিষয়াদী নিয়ে শুক্রবার ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। ব্যারিষ্টার জাকির আহম্মেদের উপস্থিতিতে উক্ত সভায় সমাজ সেবক ফরহাদ হোসেনকে সভাপতি ও শেখ সামসুদ্দোহাকে সাধারণ সম্পাদক করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।