ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 2169 বার
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম (ইউএনও) এবং থানা অফিফার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, আকস্মিক উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকা শ্যামগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করলেন। এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ইউএনও এবং ওসির পরিদর্শন ওই এলাকার সনাতন ধর্মালম্বীদের আনন্দিত করেছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সাধারণ সম্পাদক এডভোকেট বিনয় চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সীতানাথ সুত্রধর, শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ধনু মেম্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রবীর কুমার প্রমুখ।
ইউএনও এবং ওসি সে সময়ে মন্দিরের পুরোহিতদের সাথে এবং হিন্দু ধর্মাবলম্বী লোকজনের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন। এবং যেকোন সাম্প্রদায়িক সমস্যা দেখা দিলে প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দকে জানানোর অনুরোধ জানান তারা ।
উপজেলার দুই শীর্ষ কর্মকর্তার এ পরিদর্শন সনাতন ধর্মের লোকজন স্বাগত জানিয়েছেন।
হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে শ্যামগ্রামের রয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক দিক দিয়ে বহু নিদর্শন। এ উপজেলার সাম্প্রদায়ীক দিক দিয়েও সব সময় প্রশংসার দাবী রাখে। অন্য সব এলাকার চাইতে এ অঞ্চলের সুনাম অক্ষুণ্ণ থাকায় এখানে সাম্প্রদায়ীক দাঙ্গা হাঙ্গামার বিষয়ে ভুমিকা থাকে ইতিবাচক।
সম্প্রতি সময়ে নাসিরনগর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারনে প্রশাসনের নজর ছিল সতর্কাবস্থায়। এ বিষয়ে উপর উপজেলা প্রশাসন আলেম সমাজ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে পরামর্শ সভা সব মহলে আলোচনায় ছিল।
হিন্দু ধর্মের অনুসারী এ অঞ্চলের বাসিন্দারা আকস্মিক উপজেলা প্রশাসনের দুই উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পরেন। এ সময় ইউএনও এবং ওসি সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন।