ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1004 বার
উপজেলা অডিটোরিয়াম হলে আজ (২৮/৭) দুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা ভুমি অফিসার (এসিল্যান্ড) ওয়ালিউল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম।
উক্ত সভায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যগণ ছাড়াও সদ্য দায়িত্ব নেয়া নবীনগরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং নাশকতা প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।