ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 405 বার
নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুটা উপজেলায় এবারের এস,এস,সি পরিক্ষায় গোল্ডেন জি,পি,এ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রদানের লক্ষে দরখাস্ত অাহবান করেন। যাচাই বাছাই শেষে প্রাপ্ত অাবেদন অনুযায়ী মেধাবৃত্তি প্রাপ্তদের নাম তালিকা প্রকাশ করে উক্ত সংগঠন।
এবার মেধাবৃত্তি পেলেন যারা-
১। নুসরাত জাহান নাদিয়া।
ইব্রাহিমপুর।
নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
২। মোসাম্মৎ মুক্তা অাক্তার।
খাগাতুয়া।
খাগাতুয়া তোফায়েল অালী কারিগরী উচ্চ বিদ্যালয়।
৩। মোসাম্মৎ সায়মা অাক্তার।
খাগাতুয়া।
খাগাতুয়া তোফায়েল অালী কারিগরী উচ্চ বিদ্যালয়।
৪। অাসনিমূল হক রাফি।
রসুল্লাবাদ।
কুমিল্লা মর্ডান হাইস্কুল।কুমিল্লা।
৫। ইব্রাহীম খলিলুল্লাহ।
নতুন থোল্লাকান্দি।
সলিমগঞ্জ এ,অার,এম উচ্চ বিদ্যালয়।
৬। ইসরাত জাহান এ্যানী।
বড়াইল।
সলিমগঞ্জ এ,অার,এম উচ্চ বিদ্যালয়।