ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1588 বার
রবিবার সন্ধ্যায় শহরের নবীনগর রেস্তোরাঁয় পেশাজীবি পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পরিষদের সভাপতি আজহারুল হকের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। এতে পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম সঞ্চালনার দায়ীত্ব পালন করেন। উক্ত সভায় দুই ঘন্টা ব্যাপী আলোচনার মধ্যে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সদ্য সমাপ্ত প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি, সেক্রেটারি সহ পরিষদের সাতজন সদস্য বিজয়ী হওয়ায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিতে সভাপতি সহ আরো কয়েকজন নির্বাচিত হওয়ায় ও বি. এম. এ ব্রাহ্মনবাড়িয়া শাখার সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে পরিষদের পক্ষ্যে অভিনন্দন জানানো হয় এবং সম্প্রতি তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।