দেলোয়ার হোসেন | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1781 বার
বৃহষ্পতিবার (১৭/১১) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত উক্ত সভায় আনুষ্ঠানিক ভাবে ৪৯ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এর আগে উক্ত পরিষদের সকল সদস্যরা নিজেদের পরিচয় পর্ব এ সময় তুলে ধরেন।
পরিষদের সভাপতি মোঃ আজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
এ সময় উক্ত পরিষদের সাধারন সম্পাদক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
এছাড়াও এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ সায়েমূল হুদা সায়েম, মাহাবুব আলম লিটন, শাহীন রেজা টিটু, মোঃ আমীরুল ইসলাম, মোঃ ইসহাক, আসাদুজ্জামান কল্লোল, আশরাফুল আলম জনি, সাইফুল ইসলাম রবিন, জাকির হোসেন, হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম মিনহাজ সহ আরো অনেকেই।
উক্ত সভায় নতুন সদস্য সংগ্রহ নিয়ে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও মাননীয় এম পি মহোদয়ের সম্মতি ক্রমে অভিষেক অনুষ্ঠান করার ও আসন্ন বিজয় দিবসে র্যালী ও ফুলের তোড়া দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাচলাকালীন সময়ে ঐক্যমতের মাধ্যমে মিলেমিশে কাজ করার জন্য সবাই একাত্মতা পোষন করেন।