ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৫ জুন ২০১৬ | পড়া হয়েছে 1158 বার
সুরের সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার পুন্যভুমি নবীনগরের সাংস্কৃতিক পরিমন্ডলকে নতুন করে সাজিয়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্টী,গীতালী,মেঠোপথ, তিতাস কচিকাচার মেলা সহ উপজেলার ৫০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম শনিবার (২৫/৬) দুপুরে বাদ্যযন্ত্র গুলো স্ব স্ব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে তোলে দেন। ইউএনও জানান, সাংস্কৃতিক অংগনকে উজ্জীবিত করন ও সাংস্কৃতিক সংগঠনকে উতসাহিত করন, শিক্ষার্থীদের নির্মল আনন্দে অভ্যস্তকরন ও সংস্কৃতি চর্চায় প্রেরণা দানের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে ১ টি হারমোনিয়াম ও একজোড়া করে তবলা প্রদান করা হয়। তিনি আশা করেন এর মাধ্যমে উপজেলায় সাংস্কৃতিক অংগন পুনরুজ্জীবিত হবে এবং সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সকল সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে আগ্রহ ও পারফর্মেন্স বিবেচনা করে পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনা হবে।