ক খ ম হযরত আলী | শনিবার, ০৬ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 988 বার
নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ আগামীকাল রবিবার (৭ আগষ্ট ) নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্প্রতি গুলশান হলি আর্টিজান ব্যাকারী রেস্তোরায় বিদেশী নাগরিকের উপর জঙ্গি সন্ত্রাসের আক্রমণে জাপানের ৯ জন নাগরিক, ইতালির ৭ জন নাগরিক, ভারতের ১ জন নাগরিক ও বাংলাদেশের ২ জন নাগরিক সহ ১৯ দেশী-বিদেশী নাগরিককে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশের ভাবমুর্তি বিনষ্ঠ হয়। উক্ত ঘটনার প্রেক্ষাপটে সাধারন মানুষের মনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষে এই সমাবেশ হচ্ছে ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ড. মোঃ মোশাররফ হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পি.পি.এম।
অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদক, আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দ। স্থানীয় সরকারের সকল নির্বাচিত জনপ্রতিনিধি, নবীনগর উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, যথাসময়ে উপস্থিত থেকে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ সাফল্যমন্ডিত করার জন্য সকলকে উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসন থেকে আহবান জানানো হয়েছে ।