ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 1126 বার
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও নবীনগর দেওয়ানী আদালতের এড. বিনয় চক্রবর্তীর মাতা ও স্বর্গীয় দিনেশ চক্রবর্তীর সহধর্মিনী গৌরী রানী চক্রবর্তী (৯৫) আর নেই। তিনি বৃহস্পতিবার(১০/৮) রাত ১১টায় নিজ বাড়ী ইব্রাহিমপুরে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার অন্তুষ্ট্যিক্রিয়া ওই রাতেই স্থানীয় মহাশ্মশ্বানে অনুষ্ঠিত হবে।
তারঁ মৃত্যুতে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও নবীনগর উপজেলা প্রেসক্লাব গভীর শোক জ্ঞাপন করে শোক সন্ত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।