কাজী মোঃ ওয়াজেদুল্লাহ জসিম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 2241 বার
রাত পোহালেই শুরু হচ্ছে এস এস সি পরীক্ষা। এর মাঝেই সকল পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করে নিয়েছে। তাই শেষ মহুর্তে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত এর কিছু দিকনির্দেশনা মুলক পরামর্শ পরিক্ষার্থীদের সুবিধার্থে দেয়া হল।
১.সাহিত্য বই রিভিসন দিবে।
২. নতুন কিছু শেখার চেষ্টা করবেনা।
৩. বেশি রাত জেগে পড়বেনা।
৪. টেনসন থেকে নিজেকে মুক্ত রাখবে।
৫. জীবন যাত্রায় অস্বাভাবিকতা দেখাবেনা।
৬. বদহজম হবে এমন কিছু খাবেনা।
৭. বাসায় অতিথির সমাগম কমাবে।
৮. বাসাকে নির্জন রাখতে চেস্টা করবে।
৯. অনেক আগে পরীক্ষার হলে যাবেনা কারন কোলাহলে মেধায় চাপ পড়ে।
১০. হলে যাওয়ার আগে প্রবেশপত্র ও প্রয়োজনীয় জিনিস নিবে। নিষিদ্ধ জিনিস নিবেনা।
১১. ও এম আর ফরম সঠিক ভাবে ভরাট করবে।
১২. প্রশ্নপত্র হাতে পেয়ে একনজর পড়ে অধিকতর সহজ গুলো আগে লিখবে।
১৩. নৈর্ব্যক্তিক উত্তরের ক্ষেত্রে ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবে।
১৪.সৃজনশীল প্রশ্নোত্তরের ক্ষেত্রে গ এবং ঘ এর উত্তর কমন না পড়লে ও উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর দিয়ে আসবে
১৫. কাউকে দেখাবেনা ও নিজে ও দেখবেনা।
১৬.সম্ভব হলে উত্তরপত্র রিভিসন দিবে।
১৭. কোন উত্তর অসমাপ্ত রেখে আসবেনা।
লেখকঃ- কাজী মোঃ ওয়াজেদুল্লাহ জসিম
সহকারী প্রধান শিক্ষক
নবীনগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়