জহিরুল ইসলাম | বুধবার, ০৮ জুন ২০১৬ | পড়া হয়েছে 2707 বার
আমরা প্রায়ই বলি পাগল আর বোবার কোন শ্ত্রু নাই। পাগল তো পাগলই, তার উপর কেন এই অমানুষিক নির্যাতন। কোন অপরাধের শাস্তি পেল ছবির এ মহিলাটি ? স্থানীয়দের অভিমত সেতো কারো অপকার করে না। সারাদিন কাপড়ের বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কেউ দিলে খায় নয়তো উপোস থাকে।
গতকাল মঙ্গলবার (৭/৬) রাতের কোন এক সময়ে ভবগুরে রাবিয়া বসরী (৬৫) নামে এক পাগলিনীকে কে বা কারা কি উদ্দ্যেশে কুপিয়ে জখম করল এ প্রশ্নের উত্তর কারো জানা নেই । গুটিকয়েক মানুষরুপী হিংস্রদের কর্মকান্ডে নিজের মানুষ হিসেবে ভাবতেও লজ্জা লাগে। জিনদপুর বাসষ্ট্যান্ড থেকে বটতলী বাসষ্ট্যান্ড পর্যন্ত সীমানাটুকুতে ঘোরাফেরা সহ রাত যাপন করত সে । ওই এলাকার মানুষের কাছে পাগল হিসেবে পরিচিত রাবেয়া।
আজ বুধবার সকালে স্থানীয় কয়েকজন তাকে জিনদপুর স্বাস্থ্ কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা ব্যাবস্থা করে দেয়। প্রতিবেদক রাবেয়ার সাথে কথা বলতে গেলে অসহ্য যন্ত্রণায় তার চোখের কোনে জমে থাকা জল বলে দেয় ‘তোরা এ কি করলি আমি কিইবা ক্ষতি করেছি তোদের’। শেষে কড়ুই বাড়ী গ্রামের আবু জাহের রাবেয়ার পুরু চিকিৎসা ভার বহন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |