অনলাইন ডেস্ক | সোমবার, ০২ জুলাই ২০১৮ | পড়া হয়েছে 1258 বার
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২/৭) দুপুরে আনুমানিক দুইটার দিকে ওই দেশের নাখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জালাল মিয়া (৫০) নামে নিহত ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মন্সুর আলী বাড়ির মকবুল মিয়ার ছেলে।
মৃত্যুর খবরে তার পরিবার সহ গোটা গ্রামেই যেন শোকের বাতাস বইছে।
সুত্র জানায়, জালাল ওই দেশে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় সে কর্মস্থলে যাবার পথে বেপরোয়া এক প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সুত্র জানায়, চার ভাই তিন বোনের মাঝে সে তৃতীয় সন্তান। দীর্ঘ দুই যোগেরও বেশি সময় ধরে জালাল ওমানে কর্মরত রয়েছেন। কয়েক দফায় ছুটি কাটাতে দেশে আসলেও তার ইচ্ছে ছিল এবার একেবারের দেশে ফিরবেন। চার ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো তার।