ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ মে ২০১৮ | পড়া হয়েছে 590 বার
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র নিকটাত্মীয় সম্প্রতি একুশে পদক প্রাপ্ত গুণীজন ওস্তাদ মতিউল হক খান ও শেখ সাদী খান এর সন্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন জাতীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক কামাল হোসেন মাহমুদ সভাপতিত্ব করেন ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহে আলম মুরাদ, সাবেক এমপি এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন , ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোমেন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার হোসেন ।
ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফরোজ পারভীন সিলভিয়ার উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরিমা হক সুপ্তি ।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুজিবুর রহমান পথিক ও গীতা পাঠ করেন শিখা রানী মন্ডল ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমাদের শেকড়ের সংস্কৃতির সন্ধানে নতুন প্রজন্ম এগিয়ে আসতে হবে । ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন একজন জগত বিখ্যাত সুর সাধক । এই কিংবদন্তির নামে একটি সংগীত মহা বিদ্যালয় স্থাপন সময়ের দাবী । তাঁকে জন্ম দিয়ে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীই গর্বিত তা নয় , মুলত গোটা বাংলাদেশ গর্বিত । বর্তমানে স্বদেশী সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে । ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন সাধনা চর্চার মধ্য দিয়ে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনার বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে । মন্ত্রী আরও বলেন, একুশে পদক প্রাপ্ত দুই গুণীজনকে আজ সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও পুলকিত । তিনি বলেন, বিদেশি সংস্কৃতি পরিহার করে নিজস্ব সংস্কৃতি বিনির্মাণে ভূমিকা রাখার এখনই সময় ।