ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৭ মে ২০২০ | পড়া হয়েছে 286 বার
করোনা ভাইরাস ও সম-সাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর মতবিনিময় আজ (১৬ মে,শনিবার) বিকাল ৫ টায় লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে চলমান করোনাভাইরাস ও সম-সাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা,সমাজ সেবক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
উক্ত মতবিনিময় সভায় নবীনগর, মুরাদনগর ও বাঞ্ছারাপুরের সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
সম-সাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।
তিনি নবীনগরের বিভিন্ন সমস্যা নিরসনে মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগকে সহযোগিতা করার জন্য এলাকার সকল শ্রেনি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষে সকলে ইফতারে মিলিত হন।