ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 419 বার
নবীনগর পৌরসভার কলেজপাড়ার (৪নং ওয়ার্ড) প্রধান রাস্তাটিতে ড্রেনের স্ল্যাব না থাকায় প্রায়ই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ সেখানকার বাসিন্দাদের অনেকেই ভাঙ্গা স্ল্যাবে কিংবা খোলা ড্রেনে পা পিছলে আহত হওয়ার খবর প্রায়ই শুনা যেতো। ফলে দীর্ঘদিন ধরে ড্রেনের স্ল্যাব না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে কলেজপাড়াবাসীর।
সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নেয়ায় পৌরবাসীর মাঝে ক্ষোভ লক্ষনীয় ছিল।
অবশেষে কলেজপাড়ার বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে নবীনগর বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন এর নিজ উদ্যোগে ড্রেনের উপর স্লাব বসানোর দায়িত্ব নিলেন । মনির হোসেন জানান, পথচারী, স্কুলগামী শিক্ষার্থী বিশেষ করে শিশুরা অনেক সময় ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হতো আর সে কারনে তিনি এ উদ্যোগ গ্রহন করেন। আজ (১৯/৮) সোমবার সকালে ড্রেনের উপরে স্ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।