জালাল উদ্দিন মনির | রবিবার, ০৯ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 794 বার
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক ,আসন্ন নির্বাচনে কসবা-আখাউড়া আসনের আওয়ামীলীগের সম্বাব্য এম.পি প্রার্থী এড. এনামুল হক কাজল পবিত্র ঈদুল ফিতরের দিন কসবা কোল্লাপাথরে তার শহীদ বাবার কবর জিয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে কবরস্থান থেকে অপহরণ করে নিয়ে যায়।
মুক্তিযোদ্ধার সন্তানকে অপহরন ও লাঞ্চিত করার প্রতিবাদে ও ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা কমিটির উদ্যোগে রবিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান হেলাল উদ্দিনের পরিচালনায় নাজমুল হাসান জেমস্ এর সভাপতিত্বে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন মৃধা, বিশ্ব নাথ ঘোষ,আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।