ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 5109 বার
নবীনগর উপজেলার কাইতলা গ্রামে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শিবপুর ফাঁড়ি পুলিশ বুধবার (২৪/৮) সন্ধ্যায় ওই যুবককে আটক করে নবীনগর থানায় পাঠায়।
শিবপুর ফাঁড়ি সুত্র জানায়, ওই ছাত্রীর অভিভাবকের দেয়া অভিযোগের ভিত্তিতে উক্ত ফাঁড়ির দায়ীত্বরত এস আই রেজাউল করিম তাকে আটক করে। উজ্জ্বল কাইতলা দক্ষিন পাড়ার গিয়াস উদ্দিন (গোলাপ) মিয়ার ছেলে।
এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। আসামীকে আজ সকালে কোর্টে পাঠানো হয়।