ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ জুলাই ২০১৮ | পড়া হয়েছে 801 বার
নবীনগর পৌর শহরের হাসপাতাল পাড়ায় রাস্তার পাশের ড্রেন থেকে সদ্যভুমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অাজ (১/৭) দুপুরে স্থানীয়রা ওই নবজাতকের মৃতদেহটি ড্রেনের ময়লাযুক্ত পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ভীড় জমতে দেখা যায়।
স্থানীয়দের ধারনা,এ নবজাতক কারো পাপের ফসল! লোক লজ্জার ভয়ে কেউ হয়তো স্থানীয় কোন হাসপাতালে অবৈধ গর্ভপাত ঘটিয়ে ঘটনা অাড়াল করতেই তরিঘরি করে লাশ দাফন না করে ড্রেনে ফেলে দিয়েছে।