ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 2270 বার
কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আজ সকাল আটটায় নবীনগর পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদ এর কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিট উক্ত ব্লাড গ্রুপ ক্যাম্পেইন পরিচালনা করেন।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলাকালীন সময়ে মহতি এ কার্যক্রম ঘুরে দেখেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। তিনি ওই সময় পরিষদের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে কথা বলেন।
এছাড়াও সেসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহাম্মেদ পিপিএম, আওয়ামীলীগ নেতা এডঃ শিব শংকর দাস,বশির আহমেদ সরকার পলাশ প্রমুখ।
এ সময় পরিষদের বার্ষিক প্রকাশনা সৃজনী ২০১৬ উপস্থিত অতিথিদের হাতে তোলে দেয়া হয়।
এর আগে উক্ত পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় সরকারী কলেজ মাঠের শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্বদানকারী বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে।
এতে পরিষদদের পক্ষ্যে উপস্থিত ছিলেন, সাদ্দাম হোসেন,জহির,শেখ ফরিদ,সোনিয়া,আলম,রাছেল, শাওন, আনোয়ার, সোহেল, রবিউল্লাহ, বাবু, কাউসার,ফাহিম,আনোয়ার,লিমন,অনন্যা,তানিয়া,জান্নাত,মেহেদী,কাউছার প্রমুখ।