ডেস্ক রিপোর্ট | শনিবার, ১০ জুন ২০১৭ | পড়া হয়েছে 1581 বার
প্রতিবারের ন্যায় এবারো কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ডা.সাদ্দাম হোসেন সভাপতিত্ব করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গনি (আপেল) এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি রাসেল রানা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা অঞ্চলের ডিপি এম আতিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শিপন মিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির খান, কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো.জামাল হোসাইন, সাবেক সভাপতি মো আল আমিন, সাবেক সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান খান, সাবেক সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম সাগর।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের প্রভাষক মো.ইকবাল হোসেন,মাছরাঙ্গা টেলিভিশন এর কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল,কুমিল্লা কোতয়ালী থানার এস আই বাদল মিয়া, এস আই রেজাউল করীম, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান সোহেল প্রমুখ।
শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন কান্দিড়পার জামে মসজিদের মুয়াজ্জিন জামাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন কুনছাপের জহির,রেজাউল করীম, শাওন, মেহরাব মুন্না, কিয়াম,পারভেজ, সাথী, আলম,সোহেল, সজীব প্রমুখ সহ সকল মেম্বারগণ।