ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1209 বার
আধ্যাত্ম সাধক, কবি, মহর্ষি মনোমোহন দত্ত’র ১৩৯তম জন্ম বার্ষিকী ও তাঁর রচিত বিখ্যাত ‘মলয়া’ গীতি গ্রন্থের শত বছর পূর্তি উৎসব পালন করেছে ‘ঐতিহ্য কুমিল্লা’।
এ উপলক্ষে গতকাল ৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মলয়া সংগীত সন্ধ্যা।
কুমিল্লার নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত ‘শতবর্ষে মলয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ড. মো: আতিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: সিপন মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিটিভি প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম রতন।
ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: বদরুল হুদা জেনু, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, অধ্যাপক এহতেশাম হায়দার চৌধুরী, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধূরী এবং আনন্দ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু জয়দেব বর্মণ।
খ্যাতিমান ‘মলয়া’ সংগীত শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাস ও চন্দন আচার্য এতে সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান পরিচালনা করেন উৎসবের সমন্বয়ক মো: আল আমীন।
আগামী ২৪ জানুয়ারী মঙ্গলবার তাঁর ১৩৯তম জন্ম বার্ষিকী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়ায় অনুষ্ঠিত হবে জন্মোৎসব।