অনলাইন ডেস্ক | রবিবার, ১৫ মে ২০১৬ | পড়া হয়েছে 898 বার
সময়টা বেশ ভালোই যাচ্ছে সাকিব আল হাসানের। মাঠে খারাপ সময়টা কাটিয়ে কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পেয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। তার উপর সাথে আছেন তার স্ত্রী-কন্যা, রীতিমত চাঁদের হাট।
সপ্তাহখানেক আগেই মা উম্মে আহমেদ শিশিরের সাথে ভারতের কলকাতায় বাবার খেলা দেখতে গেছেন ছয় মাস বয়সী আলায়না হাসান অউব্রে। আর সেখানে যে তিনজনের ছোট্ট এই পরিবারের সময়টা ভালোই কাটছে সেটা বলাই বাহুল্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশিরের পোস্ট করা এ ছবিটাই বলে দিচ্ছে সব কথা। স্বামী-সন্তানের সাথে কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আনন্দ কি? আনন্দ হল আমাদের জগৎ, আমাদের রাজকন্যা।’