ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ | পড়া হয়েছে 4036 বার
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন এলাকার বাসিন্দা মোঃ জালাল উদ্দিন সরকারের গোয়াল ঘর থেকে গত (১৩/জুন) দিবাগত রাতে দুইটি বিদেশি গাভী গরু চুরি হয়।
এ ঘটনার পরদিন গরুর মালিক মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। ওই মামলায় ০৪ জনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আসামী করা হয়।
মামলা দায়েরের পর নবীনগর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আল আমিন (৩৫) পিতা-শাহিদ মিয়াকে তার নিজ গ্রাম বড়াইল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সে সময়ে গ্রেফতারকৃত ব্যক্তির জবানবন্দি নিয়ে চোরাই যাওয়া দুইটি গরু উদ্ধার করে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান,আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।