ফয়সাল আহমেদ অভি | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 2278 বার
মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের গাঙ্গেরকুট প্রগতিশীল যুব সংগের উদ্যোগে ৪৫ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে মেধা পুরস্কার ও একাত্তরের মীরজাফর মঞ্চস্ত করা হয়।
গাঙ্গেরকুট প্রগতিশীল যুব সংগের সভাপতি এ কে এম খায়রুল বাশার মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোসাইন মোঃ ফেরদৌস (বিপুল) বিশিষ্ঠ ব্যবসায়ী ঢাকা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সরকার। উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা এড. ফয়সাল আহ্মমেদ, হুমায়ন কবির কিবরিয়া, হাজী আবুল কাসেম আজমীর,হাছান আহমেদ পলাশ, নাছির উদ্দিন প্রভাষক, ফাতু মিয়া, মোঃ খোকন মিয়া, মাজেদুল ইসলাম পারভেজ,ইঞ্জিনিয়ার আলিমুন হুসাইন টিপু, মোছাঃ লাইলি আক্তার প্রমুখ।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধা পুরস্কার বিতরণ শেষে ওই অনুষ্ঠানে একাত্তরের মিরজাফর নাটক মঞ্চস্ত করা হয়। নাটকে অভিনয় করেন, শরিফ উদ্দিন,মাসুক রেজা, উজ্জল,জামাল ডাঃ,সুজন আহমেদ অপু, সাইফুল ইসলাম,মনির হোসেন,বাদল খন্দকার ঠান্ডা,জহিরুল ইসলাম,আক্তার হোসেন,মহিউদ্দিন বাবু্, মেহেদি হাছান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,গাঙ্গেরকুট প্রগতিশীল যুব সংগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সাক্কু।
উল্যেখ্য,গাঙ্গেরকুট প্রগতিশীল যুব সংগের উদ্যোগে এ আয়োজনের সহযোগি হিসাবে মিডিয়া পার্টনার ছিল ‘নবীনগর টুয়েন্টি ফোর ডট কম’।