ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2223 বার
পৌর এলাকার সোহাতা গুঞ্জন পাঠাগারে ছন্দের খেলা ক্যাম্পেইন আগামীকাল (১৪/১০) সকাল দশটায় শুরু হবে। এ উপলক্ষ্যে ছন্দে ছন্দে কথা বলা বিষয়ক এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে গুঞ্জন পাঠাগার। এলাকায় ছন্দের যাদুকর হিসেবে পরিচিত স্বপন মিয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের যে কেউ শব্দ বললে তিনি ওই শব্দ দিয়ে ছন্দে ছন্দে কথা বলবেন।
পাঠাগার প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত থাকবেন বলে আয়োজক সুত্র নিশ্চিত করেছে।
ওই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে গুঞ্জন পাঠাগার কর্তৃপক্ষ।