ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 798 বার
বিনামূল্যে রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তদানের ক্ষেত্রে এখন অনেক বড় ভূমিকা পালন করছে৷ রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামুলক কর্মকান্ডে তাদের পরিচিতি সর্বত্র তোলে ধরতে সক্ষম হয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
একই সাথে সংগঠনের আর্থিক অনুদান থেকে পাঠাগারেও টেবিল চেয়ার প্রদান করছে তারা।
নবীনগর উপজেলার সোহাতা গ্রামে অবস্থিত গুঞ্জন পাঠাগারে ওই সংগঠনের পক্ষ থেকে ৩০ টি চেয়ার ও ১টি টেবিল প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপন এর হাতে উক্ত সংগঠনের সদস্যরা এসব উপহার সামগ্রী তোলে দেন।
ব্যক্তিগত অভিমত প্রকাশ করে ফেসবুকে স্বপন জানায়, সংগঠন হিসেবে তারাই গুঞ্জনের প্রথম ‘আজীবন সদস্য’! অনেক কৃতজ্ঞতা ‘ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’ পরিবারকে।