ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2112 বার
উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন এলাকায় চেয়ারম্যান বাড়ির মোড়ের এক মুদি দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই লক্ষাদিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দোকান মালিক ইব্রাহিম মিয়া জানান। বুধবার (১৯/১০) গভীর রাতে এ ঘটনা ঘটে। আনুমানিক রাত ১ টার দিকে আগুনের লেলিহান শিখায় মুহূর্তে পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডের ঘটনায় দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সুত্র জানায়, ওই এলাকার দরিদ্র ব্যক্তি ইব্রাহিম খানের মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনাটি কি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি শত্রুতাবশত কেউ আগুন লাগিয়েছে এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্ঠি হয়েছে।