ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 1742 বার
নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে জাহিদ হাসান সানি (২৭) নামে এক যুবক খুন হওয়ার চারদিন পর বিচারের দাবীতে মানব বন্ধনের ডাক দিয়েছে চারগ্রামের বিক্ষুব্ধ জনতা ।
আগামীকাল ৫ই জানুয়ারি সকাল দশটায় পৌর এলাকার বাস স্ট্যান্ডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হবে। নিহতের গ্রাম ভোলাচং ছাড়াও পার্শবর্তি কাজিমাবাদ, গরেরপাড় ও নবীপুর গ্রামের মানুষজন এতে অংশ নিবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।এছাড়াও মানব বন্ধন শেষে তারা এ হত্যার বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করবে।
উল্যেখ্য, গত ১জানুয়ারি ভোলাচং পাল পাড়ার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর ছেলে, এক সন্তানের জনক জাহিদ হাসান সানি দুই বন্ধুকে নিয়ে শ্রীরামপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে সেসময়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।তর্কাতর্কির এক পর্যায়ে জীবনের সাথে থাকা আরো দুই বন্ধু ও সানিদের মাঝে হাতাহাতি শুরু হলে এর এক পর্যায়ে সানি ছুরিকাঘাতে আহত হলে তাতাক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।