ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৮ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2023 বার
পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে চার গ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক মানিক মাষ্টারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম আলমগীর ইকবালের ব্যক্তিগত ২০ লক্ষ টাকা অর্থায়নে ভবনের উদ্বোধন করেন মহাজোটের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকন।
এ উপলক্ষে শনিবার বিকেলে চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সংবর্ধনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম আলমগীর ইকবাল, আলহাজ্ব শহিদুল হক মানিক মাষ্টার,হাজী খাইরুল আমিন ।
এ সময় গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে অতিথিদের সম্মাননা জানান।