ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 150 বার
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কক্ষে এম আর ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
আজ শনিবার(১৯/১২) সকালে ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে হাসপাতালের ভবন পূণঃ নির্মাণ কাজ ঘুরে দেখেন তিনি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আওয়ামীলীগ নেতা মোঃ নাছির উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানানো হয়, হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।
এ বিষয়ে কিছু দিকনির্দেশনা দেয়া হলো।
✅ আপনার ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন।
✅ আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে।
✅ বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া ও মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তাই আর দেরি না করে একজন দায়িত্ববান মা-বাবা হিসেবে সোনামণিকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করুন।