ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 397 বার
ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানের পর ঢাকা মহানগর পুলিশের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে ভেতরের দৃশ্য।
জঙ্গি আস্তানায় পাওয়া গেছে কলেমা লেখা কালো পতাকা। ঠিক একই রকম পতাকা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস। ছবি: ডিএমপি
কল্যাণপুরের সন্দেহভাজন জঙ্গিদের পরনে ছিল কালো পাঞ্জাবি, মাথায় লাল-সাদা স্কার্ফ। আস্তানার ভেতরেও একই ধরনের পোশাক পাওয়া গেছে। একই ধরনের পোশাকে গুলশানের হামলাকারীদের ছবি প্রকাশ করেছিল আইএস। ছবি: ডিএমপি
তাজ মঞ্জিলের পঞ্চম তলায় বেশ কিছু ব্যাগ পেয়েছে পুলিশ, যে ধরনের ব্যাগ গুলশানের হামলাকারীরাও ব্যবহার করেছিল। ছবি: ডিএমপি
সন্দেহভাজন জঙ্গিদের ওই আস্তানায় কোনো আসবাবপত্রের দেখা মেলেনি, এক জানালায় টানানো ছিল আইএস এর পতাকা। ছবি: ডিএমপি