ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3685 বার
নবীনগরে স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামী কেড়ির খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার জল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, রাত আনুমানিক তিনটার দিকে ওই এলাকার মৃত বারেক মিয়ার ছেলে কালন মিয়া পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্ত্রীর হাতে দশ হাজার টাকা দিয়ে ডাক্তারের কাছে যাবার পরামর্শ দিয়ে নিজে কেড়ির বড়ি খেয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা আহতবাস্থায় দুজনকে সদর হাসপাতালে আনার পর আশংকাজনক অবস্থায় কালনের স্ত্রীকে কুমিল্লায় পাঠানো হয়। আর চিকিৎসাদিন অবস্থায় হাসপাতালে কালনের মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে কালনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ময়না তদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
অন্য এক মাধ্যমে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে পরকিয়ার বিষয় নিয়ে এ ঘটনার সুত্রপাত হতে পারে বলে মনে করছেন অনেকে।
উল্ল্যেখ্য,এ দম্পতির চার সন্তান রয়েছে।