শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল | মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1220 বার
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে নবীনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের উদ্যেগে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ ছাত্র ও ছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানের নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উসমান হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বুরহান উদ্দিন আহম্মেদ, জসিম উদ্দিন আহম্মেদ প্রমুখ। এ দিকে নবীনগর মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা মোসাম্মদ খোরশেদা আক্তার,শিক্ষার্থী তমা ভৌমিক,শ্রাবন্তীসহ চার জন পুরস্কৃত হয়েছে।